Home আঞ্চলিক মৌলভীবাজার-৩ আসনে নির্বাচন করতে দেশে আসছেন সাজ্জাদ

মৌলভীবাজার-৩ আসনে নির্বাচন করতে দেশে আসছেন সাজ্জাদ

406
0

মৌলভীবাজার সদর-রাজনগর-৩ সংসদীয় শুন্য আসনে নির্বাচন করতে আজ দেশে আসছেন যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও মৌলভীবাজার জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি,১/১১ এ দেশ নেত্রীর সফর সঙ্গী সাজ্জাদুর রহমান সাজ্জাদ। সেমাবার বিকেলে তিনি দেশে ফিরে দলীয় নেতাকর্মী ও শুভাকাক্সিখদের সাথে মিলিত হবেন। সাজ্জাদুর রহমান জানিয়েছেন তিনি আগামী দিনে মৌলভীবাজার বাসীর সুখে-দু:খে পাশে দাড়াতে চান। তাই সাবেক সাংসদ ও সমাজকল্যাণমন্ত্রী মহসিন আলীর রেখে যাওয়া কাজ সম্পন্ন করতেই প্রবাস ছেড়ে এলাকায় ছুটে আসা।

Previous articleশাশুড়িকে ধর্ষণ, ভিডিও তুলে ব্ল্যাকমেল
Next articleআলোকিত সমাজ গড়তে হলে রাসুল (সা:)  এর আদর্শ আকড়ে ধরার বিকল্প নেই: শায়খ ইসহাক আল-মাদানী