Home জাতীয় মৌলভীবাজার-৩ উপনির্বাচন ৮ ডিসেম্বর

মৌলভীবাজার-৩ উপনির্বাচন ৮ ডিসেম্বর

449
0

ঢাকা: মৌলভীবাজার- ৩ আসনের উপ নির্বাচন আগামী ৮ ডিসেম্বর অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিব‌ উদ্দিন আহমদ। আজ দুপুরে বৈঠক শেষে নির্বাচন কমিশন (ইসি) কার্যালয়ের মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি।

সিইসি বলেন, মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ১১ নভেম্বর। প্রার্থিতা যাচাই-বাচাই ১৪ নভেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ২২ নভেম্বর। গত ১৪ সেপ্টেম্বর সিঙ্গাপুরের জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন সমাজকল্যাণ মন্ত্রী সৈয়দ মহসিন আলী। এরপর এ আসনটি শূন্য ঘোষণা করে নির্বাচন কমিশন। এ আসনের সর্বমোট ভোটার সংখ্যা ৩ লক্ষ ৪৭ হাজার ৯৫৪ জন।

Previous article১ নভেম্বর থেকে জেএসসি ও সমমান পরীক্ষা
Next articleওলামা লীগ সভাপতির বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ