Home আন্তর্জাতিক ম্যাসাজ পার্লারের আড়ালে দেহ ব্যবসা, গ্রেপ্তার ১১

ম্যাসাজ পার্লারের আড়ালে দেহ ব্যবসা, গ্রেপ্তার ১১

1248
0

কলকাতায় ম্যাসাজ পার্লারের আড়ালে রমরমিয়ে চলছিল দেহ ব্যবসা। অভিযান চালিয়ে বুধবার রাতে নয় জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের জিজ্ঞাসাবাদ করে আরো দু’জনকে গ্রেপ্তার করা হয়। রাসবিহারী অ্যাভিনিউয়ের একটি বাড়িতে চলত দেহ ব্যবসা ।

রাসবিহারী অ্যাভিনিউয়ের ওই বাড়ির তিনতলায় রয়েছে ম্যাসাজ পার্লার। আর তাতেই চলত দেহ ব্যভসা। গোপন সূত্রে খবর পেয়ে বুধবার রাতে সেখানে অভিযান চালায় পুলিশ।

গ্রেপ্তার করা হয় পাঁচ নারীসহ নয় জনকে। তাদের জিজ্ঞাসাবাদ করে ম্যানেজার ও পার্লারের মালিককে গ্রেপ্তার করে পুলিশ ।

এ নিয়ে একই সপ্তাহে দুটি জায়গায় দেহ ব্যবসার সন্ধান পেল পুলিশ। মঙ্গলবার বালিগঞ্জ স্টেশন সংলগ্ন এলাকায় একটি হোটেলে দেহ ব্যভসার সন্ধান মেলে। কলকাতা ও দক্ষিণ ২৪ পরগনার চার কিশোরীকে সেখান থেকে উদ্ধার করা হয়। গ্রেপ্তার করা হয় হোটেলের ম্যানেজার ও এক দম্পতিকে।

Previous articleপপির ‘ক্যান্ডেল লাইট’
Next articleএকশ্রেণির মানুষের উন্নয়নে এসডিজি বাস্তবায়ন সম্ভব নয়: সিপিডি