Home জাতীয় ময়মনসিংহ বিভাগের গেজেট প্রকাশ

ময়মনসিংহ বিভাগের গেজেট প্রকাশ

437
0

ঢাকা: ময়মনসিংহ, জামালপুর, শেরপুর ও নেত্রকোনা জেলা নিয়ে সদ্য ঘোষিত ময়মনসিংহ বিভাগের গেজেট প্রকাশ করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। মঙ্গলবার রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. কামাল আবদুল নাসের চৌধুরী স্বাক্ষরিত গেজেট প্রকাশের এ প্রজ্ঞাপন জারি করা হয়।

ওই চার জেলা ঢাকা থেকে ময়মনসিংহ বিভাগে বদলি হবে বলে গেজেটে উল্লেখ করা হয়। অবিলম্বে এ আদেশ কার্যকর হবে বলেও গেজেটে উল্লেখ করা হয়। গত ১৪ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে নিকারের বৈঠকে ঢাকা বিভাগের মধ্যে থাকা এই চার জেলা নিয়ে ময়মনসিংহ বিভাগ গঠনের চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়।

Previous articleমেডিকেল ভর্তি পরীক্ষা বাতিলের দাবিতে অনশনে শিক্ষার্থীরা
Next articleজানুয়ারি থেকে ডিজিটাল নম্বরপ্লেট বাধ্যতামূলক: সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী