Home আইটি বিশ্ব যশোরে ইয়াং-বাংলা ‘টেকহাবে’ প্রিয়-শপের যাত্রা

যশোরে ইয়াং-বাংলা ‘টেকহাবে’ প্রিয়-শপের যাত্রা

908
0

যশোর: কানেকটিং রুরাল কমিউনিটি উইথ ই-কমার্স’ শিরোনামে বিশেষ এ কর্মশালার আয়োজন করে ই-কমার্স সাইট প্রিয়শপ ডটকম ও ইয়াং বাংলা টেকহাব। তৃণমূল পর্যায়ে নতুন নতুন দক্ষ উদ্যোক্তা তৈরি ও কর্মসংস্থান সৃষ্টিতে গুরুত্ব দিয়ে কাজ করে যাচ্ছে ইয়াং-বাংলা টেক হাব। এ লক্ষ্যে প্রতিটি ইয়াং-বাংলা টেকহাবকে বিজনেস সেন্টারে রূপান্তরে কাজ চলছে। বৃহস্পতিবার যশোর ইয়াং-বাংলা টেকহাবে আয়োজিত হয় দিনব্যাপী ই-কমার্স কর্মশালা।

সারা দেশে তথ্যপ্রযুক্তি সেবা পৌছানো, তরুণ উদ্যোক্তা তৈরি ও দক্ষ জনবল সৃষ্টির লক্ষ্যে ৬৪ জেলায় চালু রয়েছে ইয়াং বাংলা ‘টেক হাব’। এ উদ্যোগ নিয়ে টেকহাবের প্রতিষ্ঠাতা সোনিয়া বশির কবির বলেন, ‘ডিজিটাল অন্তর্ভুক্তিতে প্রান্তিক পর্যায়ে সমমর্যাদা ও সমান সুযোগ-সুবিধা ছাড়া উন্নয়ন সম্ভব হবে না। কেউ যাতে এই সুযোগের বাইরে না থাকে সে লক্ষ্যেই কাজ করে যাচ্ছে ইয়াং-বাংলা টেকহাব।’

প্রান্তিক পর্যায়ে ই-কমার্স প্রসারের পাশাপাশি মানুষের কাছে সহজে ও দ্রুত ডিজিটাল সেবা পৌছানোর লক্ষ্যে ৬৪টি টেকহাবে কার্যক্রম শুরু করবে প্রিয়শপ।’ এখন পর্যন্ত ৬ টি জেলায় প্রিয়শপ কাজ শুরু করেছে। যশোরের আগে ময়মনসিংহ, দিনাজপুর, মৌলভীবাজার, মানিকগঞ্জ ও গাজীপুরে, স্থানীয় উদ্যোক্তাগণের তৈরি পণ্যগুলো বিক্রয় ও বিক্রয়োত্তর সেবার প্লাটফর্ম হিসেবে ব্যবহার হচ্ছে টেকহাব। প্রান্তিক পর্যায়ে দক্ষ উদ্যোক্তা তৈরি ও কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে প্রতিটি টেক হাবকে বিজনেস সেন্টারে রূপান্তর করা হবে

Previous articleব্যালট বাক্স ছিনতাই আর দেখতে চাই না: রফিকুল ইসলাম
Next articleসিলেট চেম্বারের নির্বাচন স্থগিত