ঢাকা: রাজধানীর উত্তর যাত্রাবাড়ীর একটি বাসায় সাবেকুন নাহার (৩৫) নামে এক নারীকে শ্বাসরোধ করে হত্যা করেছে দুর্বৃত্তরা। পুলিশের দাবি ডাকাতদের হামলায় ওই নারীর মৃত্যু হয়েছে। নিহতের লাশের ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের (মিটফোর্ড) মর্গে পাঠিয়েছে পুলিশ।
শুক্রবার মধ্যরাতে ৭৫/১/২ উত্তর যাত্রাবাড়ীর প্রান্তিক ভবনে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। যাত্রাবাড়ী থানার ডিউটি অফিসার জেসমিন আক্তার তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, শুক্রবার রাত ১২ টার পরে ৭/৮ জন অজ্ঞাতনামা ব্যক্তি বাসায় ঢুকে গৃহকর্তী সাবেকুন নাহারকে জিম্মি করে ডাকাতির চেষ্টা চালায়। এসময় তিনি ডাকাতদের বাঁধা দিলে তাকে শ্বাসরোধে হত্যা করে। পরে কিছু টাকা ও স্বর্ণালংকার লুট করে নিয়ে পালিয়ে যায় ডাকাত। এ ব্যাপারে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে তিনি জানান।