
নিউজ ডেস্ক: ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনামন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেছেন, যারা দুই নেত্রীকে সংলাপে বসার জন্য বলছেন তারা ষড়যন্ত্র করছেন। তারা দেশ ও জাতির শত্রু। তিনি তাদেরকে সতর্ক করে দিয়ে বলেন, আপনারা বুঝে শুনে বক্তব্য দিবেন। এসব থেকে বিরত থাকেন।
মায়া বলেন, আপনারা যেকোনো এক পক্ষে থাকুন। হয় মুক্তিযুদ্ধের পক্ষে, নয় স্বাধীনতা বিরোধীদের পক্ষে। তেল ও পানি এক হয় না। আলোচনা যদি হয় তবে স্বাধীনতার পক্ষের শক্তির সাথে হবে।
রোববার জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ প্রজন্ম লীগ আয়োজিত এক মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন। এসএস সি পরীক্ষার আগে হরতাল-অবরোধ প্রত্যাহারের দাবিতে এ আয়োজন করা হয়।
মায়া বলেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুমতি হলে হরতাল-অবরোধ প্রত্যাহার করবেন। না হলে হাজার হাজার মানুষ তার বাড়ি ঘেরাও করবে।