যুক্তরাষ্ট্রের নিউজার্সির কাউন্সিলর বাংলাদেশি বংশোদ্ভূত তাহসিনা

1
1193

সিলেট: যুক্তরাষ্ট্রের নিউজার্সির হেলডন সিটির স্থানীয় সরকার নির্বাচনে বিজয়ী হয়েছেন সিলেটী বংশোদ্ভূত তরুনী তাহসিনা আহমেদ (২৩)। নির্বাচনে তিনি ওই সিটির কাউন্সিলর নির্বাচিত হয়েছেন। তাহসিনার বিজয়ে নিউজার্সিসহ আশপাশের অঙ্গরাজ্যের প্রবাসী বাংলাদেশিরা মঙ্গলবার রাতে বিজয় উৎসব করেছেন। তারা এ বিজয়কে মার্কিন মুল্লুকে বাংলাদেশের বিজয় হিসেবেই আখ্যায়িত করেছেন।
তাহসিনার গ্রামের বাড়ি সিলেটের গোলাপগঞ্জ উপজেলার লক্ষ্মীপাশা গ্রামে। তাহসিনা নিউজার্সির মনমাউথ ইউনিভার্সিটির শিক্ষার্থী। তিনি ডেমোক্র্যাটিক পার্টির হয়ে নির্বাচন করেন। মঙ্গলবার যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচন হয়। এতে রিপাবলিকান দলের বড় ধরনের বিজয় অর্জিত হয়। কংগ্রেসের সিনেটে রিপাবলিকান দল তাদের সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। কংগ্রেসের প্রতিনিধি পরিষদে রিপাবলিকানরা আগে থেকেই সংখ্যাগরিষ্ঠ।

1 মন্তব্য

Comments are closed.