ঢাকা: বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, যুক্তরাষ্ট্র আমাদের জিএসপি সুবিধা বন্ধ করে দিয়েছে। কিন্তু এতে আমাদের দেশের কোনো ক্ষতি হয়নি। কারণ বাঙালি বীরের জাতি। তারা চ্যালেঞ্জ মোকাবেলা করে এগিয়ে যেতে বিশ্বাসী। শুক্রবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কার্জন হল চত্বরে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি শিক্ষার ৫০ বছর পূর্তি উপলক্ষে এ দুই দিনব্যাপী সুবর্ণ জয়ন্তী উদযাপন অনুষ্ঠানের আয়োজন করে বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগ।
অনুষ্ঠানের প্রথম দিন শুক্রবারে ছিল আলোচনা সভা, প্রাক্তন শিক্ষার্থীদের সম্মাননা প্রদান, স্মৃতিচারণসহ বিভিন্ন ইভেন্ট।
ঢাবি ভিসি অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিকের সভাপতিত্বে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সাবেক চেয়ারম্যান ও এমেরিটাস অধ্যাপক ড. এ কে আজাদ চৌধুরী, বাংলাদেশ ওষুধ প্রশাসন অধিদফতরের মহাপরিচালক মেজর জেনারেল মো. মোস্তাফিজুর রহমান, ফার্মেসি অনুষদের ডিন অধ্যাপক ড. মো. সাইফুল ইসলাম, বিভাগীয় চেয়রম্যান অধ্যাপক ড. সিতেশ চন্দ্র বাছার প্রমুখ বক্তব্য রাখেন।
বাণিজ্যমন্ত্রী বলেন, আমরা ইতিমধ্যে নিম্ন মধ্যম আয়ের দেশে পরিণত হয়েছি। আমি বিশ্বাস করি ২০২১ সালের আগেই আমরা উচ্চ মধ্যম আয়ের দেশে পরিণত হবো।
তিনি বলেন, আজ বাংলাদেশের ওষুধ শিল্প উঠে দাঁড়িয়েছে। বাংলাদেশে যেখানে একসময় বার্ষিক ৮০ শতাংশ ওষুধ বিদেশ থেকে আমদানি করতে হতো সেখানে আজ আমদানি হয় মাত্র ৩ শতাংশ।
তোফায়েল আরও বলেন, আজ আমাদের অনেকগুলো ওষুধ কোম্পানি এফডিএ-এমএইচআরএ-ইইউ-জিসিসি-আনভিসা-টিজিওসহ উন্নত দেশগুলোর বিখ্যাত সনদ লাভ করেছে। এছাড়া এখন ১০৪টি দেশে ওষুধ রফতানি করে ওষুধের আমদানিকারক দেশ থেকে রফতানিকারক দেশে পরিণত হয়েছি।
দেশের ছাত্র সংগঠনগুলোর বর্তমান অবস্থা নিয়ে সাবেক এই ছাত্রনেতা বলেন, আমরাও ছাত্র সংগঠন করতাম, দল করতাম। কিন্তু আমাদের প্রতিপক্ষ ছাত্র সংগঠনের নেতাদের সাথে আমাদের সু-সম্পর্ক ছিল। বিভিন্ন ইস্যুতে মতবিরোধ করলেও আমাদের মধ্যে বন্ধত্বপূর্ণ সম্পর্কটাই বেশি ছিল।
সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রথম দিনের কর্মসূচী শেষ হয়। শনিবার দ্বিতীয় দিনে রয়েছে র্যালী, সেমিনার, জনপ্রিয় শিল্পীদের নিয়ে বিশেষ সঙ্গিতানুষ্ঠানসহ নানা পরিবেশনা।