Home আঞ্চলিক রাঙ্গামাটিতে পাহাড় ধসে শিশুসহ নিহত ২

রাঙ্গামাটিতে পাহাড় ধসে শিশুসহ নিহত ২

563
0

রাঙ্গামাটির কাপ্তাই কেপিএম কলাবাগান এলাকায় পাহাড় ধসে মাটিচাপা পড়ে তিন বছরের শিশুসহ দুইজন নিহত ও তিনজন আহত হয়েছে। নিহতরা হলেন, তাহমিনা আক্তার (৩০) ও শিশু সূর্য্য মল্লিক (৩)। আহত তিনজনকে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে। ফায়ার সার্ভিস নৌবাহিনীর সদস্যরা হতাহতদের উদ্ধার করেন।
চন্দ্রঘোনা ইউপি চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম বেবী জানান, তিন দিনের টানা বর্ষণে কেপিএমের কলাবাগান এলাকায় আজ সকালে পাহাড় ধসের ঘটনা ঘটে। এতে মাটিচাপা পড়ে কেপিএমের শ্রমিক আব্দুল গফুরের মেয়ে তাহমিনা আক্তার নিহত হয়েছে। মাটিচাপা থেকে আব্দুল গফুর ও তার স্ত্রীকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। একই সাথে পাশর্^বর্তী একটি ঘরে মাটিচাপায় শিশু সূর্য্য মল্লিক নিহত হয়। শিশুটির বাবা সুনীল মল্লিককেও আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

জানা যায়, এছাড়া সুনীল মল্লিক ও গফুর মিয়া মাটিচাপায় আহত হয়ে স্থানীয় হাসপাতালে ভর্তি রয়েছে। ওই এলাকায় দুটি পরিবার বসবাস করে আসছে।

Previous articleজগন্নাথপুর পৌরসভার ৩৬ কোটি ৩০ লক্ষ ৮০ হাজার টাকার বাজেট পেশ
Next articleনিজ বাসায় গুলিবিদ্ধ ফিরোজ রশীদের ছেলের বউ