ঢাকা: রাজধানীর আগারগাঁওয়ে সালমা আক্তার (১৬) নামে এক কিশোরীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ জানায়, সোমবার রাত ৯টার দিকে পশ্চিম আগারগাঁওয়ের ১৮৯ নম্বর বাসা থেকে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় সালমার লাশ উদ্ধার করা হয়। সালমার বাবার নাম সিদ্দিক হাওলাদার। তাদের গ্রামের বাড়ি মাদারীপুর সদরের কালিকাপুর গ্রামে। সে তার মা-বাবার সঙ্গে আগারগাঁওয়ে থাকত।
শেরেবাংলা নগর থানার উপ-পরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম জানান, পরিবারের কারো উপর অভিমান সে আত্মহত্যা করতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।