ঢাকা: রাজধানীর কল্যাণপুরে খালেক সিএনজি পাম্পের বিপরীতে বাসচাপায় রফিকুল ইসলাম (৩৫) নামে ইসলামী ফাউন্ডেশনের (ইফা) এক কর্মকর্তা নিহত হয়েছেন। শুক্রবার ভোর সাড়ে ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত রফিকুল ইসলাম গাইবান্ধার সাদুল্যাপুর থানার ইসলামী ফাউন্ডেশনের সুপারভাইজার হিসাবে কর্মরত ছিলেন। তিনি রংপুর জেলার কাউনিয়া থানার মৃত ওহেদ আলীর ছেলে।
নিহতের সহকর্মী মো. আনোয়ারুল ইসলাম জানান, সকালে কল্যাণপুরে রাস্তার পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় গুলিস্তান-ধামরাই বাসের চাপায় ঘটনাস্থলেই মারা যান রফিকুল ইসলাম। আজ সকালে আগারগাঁও ইসলামিক ফাউন্ডেশনের মিটিং ছিল। এই মিটিংয়ে যোগ দেয়ার জন্য বৃহস্পতিবার রাতে সাদুল্যাপুর থেকে ঢাকায় আসেন রফিক।
মিরপুর থানার উপ-পরিদর্শক (এসআই) হাবিবুর রহমান জানান, ঘটনাস্থল থেকে ওই যুবকের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতলে মর্গে পাঠানো হয়েছে।