Home আঞ্চলিক রাজধানীতে সড়ক দুর্ঘটনায় র‌্যাব সদস্যের মৃত্যু

রাজধানীতে সড়ক দুর্ঘটনায় র‌্যাব সদস্যের মৃত্যু

453
0

ঢাকা: রাজধানীর কাকরাইল মোড়ে ট্রাকের ধাক্কায় হাসান মাহমুদ নামে র‌্যাবের এক সদস্য নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও একজন। বুধবার রাত সাড়ে ১২টার দিকে এই দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাদের দু’জনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক হাসান মাহমুদকে মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতাল পুলিশ বক্সের সহকারি ইনচার্জ (এএসআই) আবদুল খান জানান, রাতে মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় একটি ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলে থাকা দু’জনই পড়ে আহত হন।

স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক হাসানকে মৃত ঘোষণা করেন। আরেকজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়েছে।

আবদুল খান আরও জানান, হাসানের বাড়ি বরিশালের আগৈড়ঝড়া উপজেলায়। উত্তরা র‌্যাব হেডকোর্টার্সে কর্মরত ছিলেন তিনি।।

Previous articleসেপ্টেম্বরে প্রবাসীরা পাঠিয়েছন ১৪৬ কোটি ৮৪ লাখ ডলার
Next articleচট্টগ্রাম মেডিকেলে বালিশের দাম ২৭ হাজার, যা বললেন স্বাস্থ্যমন্ত্রী