Home আঞ্চলিক রাজধানীর উত্তরখানে মা ও দুই সন্তানের লাশ উদ্ধার

রাজধানীর উত্তরখানে মা ও দুই সন্তানের লাশ উদ্ধার

594
0
ফাইল ছবি

রাজধানীর উত্তরখানের ময়নারটেক এলাকার একটি বাসা থেকে মা ছেলে ও মেয়ের লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার রাত সোয়া আটটার দিকে তাদের লাশ উদ্ধার করা হয়। মানবজমিনকে এ তথ্য নিশ্চিত করেছেন উত্তরখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন।
তিনি জানান, উত্তরখানের একটি বাসা থেকে মাসহ দুই সন্তানের লাশ উদ্ধার করা হয়েছে। তিনজনকেই ঘরের ভেতর ছিটকিনি লাগানো অবস্থায় পাওয়া যায়। এটি হত্যাকান্ড কিনা জানতে চাইলে ওসি বলেন, এখনো এ বিষয়ে কিছু বলা যাচ্ছে না। কারণ তাদের ঘরের ভেতর ছিটকিনি দেয়া অবস্থায় পাওয়া গেছে। মনে হচ্ছে তিন-চারদিন আগেই তাদের মৃত্যু হয়েছে।
হেলাল উদ্দিন আরো জানান, উদ্ধারকৃতদের মধ্যে মায়ের নাম জাহানারা খাতুন ওরফে মুক্তা (৪৮), ছেলে কাজী মুহিব হাসান (২৭) এবং মেয়ের নাম মীম (১৯)।

Previous articleমৌলভীবাজারে যুবককে কুপিয়ে হত্যার ঘটনায় আটক ৪
Next articleভূমধ্যসাগরে ৩০-৩৫ বাংলাদেশি মারা যাওয়ার আশঙ্কা