Home বিভাগীয় সংবাদ রাজধানীর গুলশানে ফের আগুন

রাজধানীর গুলশানে ফের আগুন

517
0

ঢাকা: রাজধানীর গুলশান-১ এর ইমপ্রেস টাওয়ারের নিচে ফের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ রবিবার (৩১ মার্চ) সকাল ১০টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রাসেল শিকদার ঘটনার সত্যতা নিশ্চিত করে বিডি২৪লাইভে বলেন, সকাল ১০টা ১০ মিনিটের দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে ফায়ার সার্ভিসের গাড়ি ঘটনাস্থলে পৌঁছার পূর্বেই আগুন নিয়ন্ত্রণে আসে।

ইমপ্রেস টাওয়ারের রানা মেমোরিয়াল ডেন্টালের ডা. রীমা সুলতানা বিডি২৪লাইভকে বলেন, সকালে টাওয়ারের একটি পান-সিগারেটের থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। তবে ওই দোকান ছাড়া অন্য কোন ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।

এরআগে গতকাল শনিবার সকালে গুলশানের ডিএনসিসি মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ব্যবসাযীদের বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে।

Previous articleসাড়ে ১১ হাজার ভবন ঝুঁকিতে
Next articleশাবির বঙ্গবন্ধু হলের ডাইনিংয়ে তালা