রাজধানীর নবাবপুর রোডে হার্ডওয়ার গুদামে আগুন

0
1125

ঢাকা: রাজধানী পুরান ঢাকার নবাবপুর রোড এলাকায় একটি হার্ডওয়ার সরঞ্জামের গুদামে আগুন লেগেছে। শনিবার রাত পৌনে ৯টার দিকে আগুনের সূত্রপাত হয় বলে জানা গেছে। স্থানীয়রা জানায়, ৫৪ নবাবপুর রোডের ৬ তলা ওই বাড়ির পঞ্চম তলায় গুদামে আগুন লাগে। আগুন নেভাতে ফায়ার সার্ভিসের ২০টি ইউনিট কাজ করে। গুদামে লোকজন ছিল না বলে প্রাথমিকভাবে জানা গেছে। তবে কিভাবে আগুন লেগেছে বা ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।