Home রাজনীতি রাজনীতিতে দুর্বৃত্তায়ন করেছে বিএনপি: তথ্যমন্ত্রী

রাজনীতিতে দুর্বৃত্তায়ন করেছে বিএনপি: তথ্যমন্ত্রী

470
0

তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ বলেছেন, ‘বিএনপিই রাজনীতিতে বণিকায়ন ও দুর্বৃত্তায়নের সূত্রপাত করেছে। সেনা ছাউনির ভেতর থেকে জিয়াউর রহমান অগণতান্ত্রিক প্রক্রিয়ায় ক্ষমতার উচ্ছিষ্ট বিলিয়ে বিএনপির জন্ম দেন। তারা সেই ধারাই বজায় রেখে রাজনীতিকে কলুষিত করেছে।’

বৃহস্পতিবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবে প্রয়াত পরমাণুবিজ্ঞানী ড. এম এ ওয়াজেদ মিয়ার দশম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত আলোচনা সভায় সমসাময়িক রাজনীতি প্রসঙ্গে মন্ত্রী এ কথা বলেন।

তথ্যমন্ত্রী এ সময় প্রয়াত ওয়াজেদ মিয়াকে গভীর শ্রদ্ধায় স্মরণ করে বলেন, ‘তিনি যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বামী ছিলেন, বিশ্বখ্যাত হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স ডিগ্রি লাভ করেছেন, এর কোনো কিছুতেই তাঁর কোনো অহংবোধ প্রকাশ পায়নি। প্রজ্ঞাবান ও বিনয়ী এই মানুষটির জীবন থেকে অনেক কিছু শেখার আছে, যা নিয়ে আমরা নিজেদের উন্নত ও দেশপ্রেমিক হিসেবে গড়ে তুলতে পারি।’

Previous articleপঞ্চম ধাপে ১৬ উপজেলায় ভোট ১৮ জুন
Next articleসিলেট অনলাইন প্রেসক্লাবের ইফতার মাহফিল সম্পন্ন