ঢাকা: ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেছেন, ক্ষমতাসীনরা সংলাপ ও সমঝোতার পথে না গিয়ে শক্তি প্রয়োগের মাধ্যমে প্রতিপক্ষকে দমন করতে গিয়ে পরিস্থিতি জটিল করে তুলছে। চলমান সঙ্কট উত্তরণে সরকারকেই দায়িত্ব নিয়ে গ্রহণযোগ্য উদ্যোগ নিতে হবে। সোমবার পুরানা পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
রেজাউল করিম বলেন, শক্তি প্রয়োগে রাজনৈতিক প্রতিপক্ষ দমনের পরিণাম ভালো হবে না। তিনি অবিলম্বে তত্ত্বাবধায়ক সরকার দিয়ে দ্রুত নির্বাচনের আহ্বান জানান।
লতিফ সিদ্দিকীকে মুক্তির ব্যাপারে তিনি বলেন, তাকে মুক্তি দেয়া হলে সরকারের জন্য বুমেরাং হবে।
তিনি বলেন, আমরা বিভিন্ন রাজনৈতিক দল, ওলামায়ে কেরাম ও বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের সাথে সংলাপ শুরু করব। আজ থেকেই সংলাপ শুরু হবে।
তিনি আরো বলেন, সরকার যদি শান্তিপূর্ণ সমাধানে পৌঁছাতে না পারে তবে আগামী ২৬ জানুয়ারি আমরা পরবর্তী কর্মসূচি ঘোষণা করব।