Home রাজনীতি রাজনৈতিক সমালোচনায় ভদ্রতা বজায় রাখুন: তথ্যমন্ত্রী

রাজনৈতিক সমালোচনায় ভদ্রতা বজায় রাখুন: তথ্যমন্ত্রী

515
0

ঢাকা: রাজনৈতিক সমালোচনায় ভব্যতা-ভদ্রতা বজায় রাখতে বিরোধী দলগুলোর রাজনীতিকদের প্রতি অনুরোধ জানিয়েছেন তথ্যমন্ত্রী এবং আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ ।

রোববার দুপুরে ঢাকায় সচিবালয়ে তথ্য মন্ত্রণালয় সভাকক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে ২০১৯-২০ অর্থ বছরের প্রস্তাবিত বাজেটকে জাতীয় ঐক্যফ্রন্ট নেতা মাহমুদুর রহমান মান্না ‘ফোর-টুয়েন্টি বাজেট’ বলার বিষয়ে সাংবাদিকরা মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলে মন্ত্রী বলেন, তিনি (মাহমুদুর রহমান মান্না) যে ভাষায় সমালোচনা করেছেন তা শুনে আমি প্রার্থনা করি যে, বারবার দলবদল করার কারণে তাকে যেন কেউ ‘ফোর-টুয়েন্টি রাজনীতিবিদ’ না ভাবেন।

Previous articleগোপন তথ্যের ভিত্তিতে ওসি মোয়াজ্জেম গ্রেফতার
Next articleরাজপথের আন্দোলনে বেগম জিয়াকে মুক্ত করা হবে: ব্যারিস্টার মওদুদ