রাজনৈতিক-সামাজিক  সন্ত্রাসে প্রবৃদ্ধি কমছে: অর্থমন্ত্রী

0
481

ঢাকা: অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত বলেছেন, “রাজনৈতিক ও সামাজিক সন্ত্রাসের কারণে প্রবৃদ্ধি কমছে।” রাজধানীর শেরেবাংলা নগরের জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) সম্মেলনকক্ষে বৃহস্পতিবার দুপুরে স্থানীয় পরামর্শক গ্রুপের (এলসিজি) সঙ্গে বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনা বাস্তবায়ন নিয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

মুহিত বলেন, “রাজনৈতিক অস্থিরতার কারণে ১ শতাংশ প্রবৃদ্ধি এবং সামাজিক সন্ত্রাসের (দুর্নীতি) কারণে দুই থেকে তিন শতাংশ প্রবৃদ্ধি অর্জিত হয় না।” সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এবং অর্থ ও পরিপল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান।