Home রাজনীতি রাজপথের আন্দোলনে বেগম জিয়াকে মুক্ত করা হবে: ব্যারিস্টার মওদুদ

রাজপথের আন্দোলনে বেগম জিয়াকে মুক্ত করা হবে: ব্যারিস্টার মওদুদ

504
0

ঢাকাঃ রাজপথের আন্দোলনের মাধ্যমেই বেগম জিয়াকে মুক্ত করা হবে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ। রোববার (১৬ জুন) জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি আরো বলেন, জোরদার আন্দোলনের মাধ্যমে বেগম জিয়াকে মুক্তি দিতে সরকারকে বাধ্য করা হবে।

ব্যারিস্টার মওদুদ আহমদ বলেন, এই সপ্তাহেই জিয়া চ্যারিট্যাবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বেগম খালেদা জিয়ার জামিন চাওয়া হবে। জামিন দেয়া না হলে আমরা আপিল বিভাগে যাবো।
তিনি আরও বলেন, আমরা জানি সরকারের রাজনৈতিক প্রভাবেই এতদিন ধরে বেগম জিয়া জেলখানায় আছেন। আমরা আশা করি তার জামিন অবশ্যই হবে।
Previous articleরাজনৈতিক সমালোচনায় ভদ্রতা বজায় রাখুন: তথ্যমন্ত্রী
Next articleঅবৈধ সংসদে কেন এসেছেন: প্রশ্ন মতিয়ার