Home রাজনীতি রাজপথের মাধ্যমে বেগম জিয়ার মুক্তি হবে: ব্যারিস্টার মওদুদ

রাজপথের মাধ্যমে বেগম জিয়ার মুক্তি হবে: ব্যারিস্টার মওদুদ

499
0

ঢাকা: বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদ বলেছেন, প্যারোলের মাধ্যমে নয়, রাজপথের মাধ্যমে বেগম জিয়ার মুক্তি হবে। আর এটা শুধু সময়ের ব্যাপার।

মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে এক স্মরণ সভায় তিনি বলেন, আপনারা যদি মনে করেন আর কতদিন? এতদিন তো আমরা সহ্য করেছি। কিন্তু আমাদের আর কিছুদিন সহ্য করতে হবে। সময় আসবে, সরকারকে উৎখাত করার জন্য একটি জনবিস্ফোরণ ঘটবে।

বুয়েটের ছাত্র আবরার ফাহাদ হত্যার প্রতিবাদে ২০ দলীয় জোট আয়োজিত স্মরণ সভায় তিনি বলেন, ‘দেশে আইনের শাসন, বিচার বিভাগের স্বাধীনতা, সংবাদ মাধ্যমের স্বাধীনতা এবং দেশের মানুষ যাতে সভ্যতার সাথে বসবাস করতে পারে সেই সুযোগ সৃষ্টির লক্ষ্যে খালেদা জিয়াকে মুক্ত করা প্রয়োজন ।’

মওদুদ বলেন, ‘২০ দলীয় ঐক্যজোট আছে এবং থাকবে। পাশাপাশি সর্ববৃহৎ প্ল্যাটফর্ম তৈরির জন্য আমাদেরকে দেশের সকল গণতন্ত্র মুক্তিকামী মানুষকে ঐক্যবদ্ধ করে এই পরিস্থিতির মোকাবেলা করতে হবে।’

সভায় সভাপতিত্ব করেন, বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।

আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদা, জাতীয় পার্টির মোস্তফা জালাল মহিউদ্দিন, ন্যাশনাল পিপলস পার্টির চেয়ারম্যান ফরিদুজ্জামান রেজাসহ আরো অনেকে।

Previous articleশেখ হা‌সিনা‌কে সরিয়ে দেয়ার ষড়যন্ত্র হচ্ছে: তথ্যমন্ত্রী
Next articleপ্রতারণায় নিঃস্ব ব্যবসায়ী ইমরান সাড়ে ৩ কোটি টাকা ফিরে পেতে চান