রাজশাহী: রাজশাহীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে মিঠুন (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। রবিবার সকালে নগরীর মতিহার থানার চক বেলঘড়িয়ায় এ ঘটনা ঘটে। নিহত মিঠুন ওই এলাকার একরামুল হকের ছেলে।
অপরদিকে এ ঘটনায় আহত হয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে মোজাম্মেল হোসেন (৩০)। আহত মোজাম্মেল একই এলাকার মৃত আজাহার আলীর ছেলে।
রাজশাহীর মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রউফ দ্য রিপোর্টকে জানান, কাটাখালির চক বেলঘড়িয়া এলাকায় রবিবার সকালে একটি বাগানে ঝড়ে পড়া গাছের পাতা কুড়ানো নিয়ে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ বাঁধে। এ সময় দুই পক্ষই ধারালো অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষের এক পর্যায়ে হাসুয়ার কোপে মিঠুন গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসক মিঠুনকে মৃত ঘোষণা করেন।