Home বিভাগীয় সংবাদ রাজশাহীতে বাসচাপায় নিহত ২

রাজশাহীতে বাসচাপায় নিহত ২

412
0

accident news_44465
রাজশাহী: রাজশাহী মহানগরীর বিনোদপুর এলাকায় শুক্রবার বিকেল সাড়ে ৩টার দিকে যাত্রীবাহী একটি বাসের চাপায় মোটরসাইকেলের চালক আরিফুল ইসলাম (৩২) ও আরোহী আনোয়ার হোসেন (৩৫) নিহত হয়েছেন। আরিফুল ইসলামের বাড়ি নগরীর দেবিশিংপাড়ায় এবং আনোয়ার হোসেনের বাড়ি শিরোইল বাস টার্মিনাল এলাকায়। ঘটনার পর মতিহার থানা পুলিশ বাসটি জব্দ করেছে। তবে এর চালক ও হেলপার পালিয়ে যেতে সক্ষম হয়েছে।
নিহতদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউফ।
তিনি জানান, বিকেল সাড়ে ৩টার দিকে বিনোদপুরে ঢাকা-রাজশাহী মহাসড়কে যাত্রীবাহী একটি বাস (মেহেরপুর-ব-৭) মোটরসাইকেলটিকে চাপা দেয়। বাসের চাকায় আরিফুল ইসলামের মাথা পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তিনি মারা যান। আহত হন আরোহী আনোয়ার হোসেন। স্থানীয়রা দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

Previous articleসিলেটে মুজিব নগর দিবস উপলক্ষে জেলা প্রশাসনের আলোচনা সভা
Next articleলেভেল প্লেইং ফিল্ড তৈরির দায়িত্ব সরকারের নয়: আমু