Home জাতীয় রাজশাহী সিটি মেয়র বুলবুল বরখাস্ত

রাজশাহী সিটি মেয়র বুলবুল বরখাস্ত

410
0

Bulbul
ঢাকা: রাজশাহী সিটি করপোরেশনের মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুলকে সাময়িক বরখাস্ত করেছে সরকার।
বৃহস্পতিবার স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ের স্থানীয় সরকার বিভাগ এক প্রজ্ঞাপন জারির মাধ্যমে তাকে বরখাস্ত করে।

প্রজ্ঞাপনে বলা হয়, স্থানীয় সরকার আইন ২০০৯ এর ধারা ১২ উপধারা ১-এর প্রদত্ত ক্ষমতাবলে বুলবুলকে সাময়িভাবে বরখাস্ত করা হয়েছে।
মোসাদ্দেক হোসেন বুলবুলের বিরুদ্ধে দায়ের করা চারটি মামলায় আদালত অভিযোগপত্র গ্রহণ করায় এ ব্যবস্থা নেয়া হয়েছে বলে প্রজ্ঞাপনে জানানো হয়।

Previous articleভারতে সীমান্তচুক্তি পাস কূটনৈতিক সাফল্য: প্রধানমন্ত্রী
Next articleচট্টগ্রামে মা ও মেয়েকে গলা কেটে হত্যা