Home আঞ্চলিক রাণীগঞ্জে নির্বাচন হলে নৌকার বিজয় নিশ্চিত করতে হবে: এনামুল কবির ইমন

রাণীগঞ্জে নির্বাচন হলে নৌকার বিজয় নিশ্চিত করতে হবে: এনামুল কবির ইমন

442
0

 

জগন্নাথপুর প্রতিনিধি: সুনামগঞ্জ জেলা পরিষদের প্রশাসক ও জেলা আ.লীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম এনামুল কবির ইমন বলেছেন, আগামি ৪ জুন ষষ্ঠ ধাপের নির্বাচনে জগন্নাথপুর উপজেলার রাণীগঞ্জ ইউনিয়নে নির্বাচন হতে পারে। এ ইউনিয়নে নির্বাচন হলে সরকারের উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে নৌকা প্রতীকের বিজয় নিশ্চিত করতে হবে। তাই দলীয় নেতা কর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। তিনি আরো বলেন, জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে দেশ যখন এগিয়ে যাচ্ছে, তখন একটি গোষ্ঠি দেশকে পিছিয়ে নিতে নানাভাবে ষড়যন্ত্র করছে। এসব ষড়যন্ত্রকারিদের শক্ত হাতে মোকাবিলা করতে হবে। এ জন্য সকলের সহযোগিতা প্রয়োজন।

গতকাল বুধবার বিকেলে জগন্নাথপুর উপজেলার রাণীগঞ্জ বাজারে রাণীগঞ্জ ইউনিয়ন আ.লীগের উদ্যোগে আয়োজিত কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। রাণীগঞ্জ ইউনিয়ন আ.লীগের সভাপতি হাজী সুন্দর আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ডাঃ ছদরুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জগন্নাথপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আ.লীগের সভাপতি আলহাজ্ব আকমল হোসেন, সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক মুক্তাদির আহমদ মুক্তা, অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এমএ মান্নানের রাজনৈতিক সচিব আবুল হাসনাত, যুক্তরাজ্য আ.লীগ নেতা আকমল খান। সভায় স্বাগত বক্তব্য রাখেন রাণীগঞ্জ ইউনিয়নে আ.লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী শহিদুল ইসলাম রানা। সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা আ.লীগের সহ-প্রচার সম্পাদক ফিরোজ আলী, আ.লীগ নেতা আনফর উল্লাহ, জগন্নাথপুর পৌর আ.লীগের সাধারণ সম্পাদক হাজী ইকবাল হোসেন ভূইয়া, ইউনিয়ন আ.লীগের সহ-সভাপতি আবু তাহের মজনু, আ.লীগ নেতা অ্যাডভোকেট আব্দুল ওয়াদুদ, শাহিন তালুকদার, মন্তোষ দে মলয়, উপজেলা যুবলীগের সভাপতি কামাল উদ্দিন, সাধারণ সম্পাদক আবুল হোসেন লালন, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আজমল হোসেন মিঠু, ছাত্রলীগ নেতা হিবলু তালুকদার প্রমূখ। এ সময় দলীয় নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Previous articleএমপিরা বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে পরিচালনা পর্ষদের সভাপতি হতে পারবেন না: হাইকোর্ট
Next article৩ লাখ ৪০ হাজার কোটি টাকার বাজেট পেশ করেছেন অর্থমন্ত্রী