সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের রানীগঞ্জ দারুচ্ছুন্নাহ হাফিজিয়া আলিম মাদ্রাসা এবতেদায়ি প্রধান শিক্ষক গন্ধর্বপুর নির্বাসী হযরত মাওলানা আনহার উদ্দিন সাহেব গত রাত্র জালালাবাদ রাগীব রাবেয়া মেডিকেল কলেজে ২.৩০ মিনিটের সময় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুবরণ করেন। (ইন্না……রাজিউন)তাহার জানাযার নামাজে ছাত্র,শিক্ষক সহ হাজার মানুষের ঢল নামে বেলা ১২ ঘটিকা হইতে মাদ্রাসার মাঠে লোক জন ঝড় হতে থাকে।মরহুম কে সামনে রেখে আলোচনা সভার আয়োজন করা হয়, মাওলানা নিজাম উদ্দিন জালালীর পরিচালনায় এতে বিভিন্ন প্রতিষ্টানের শিক্ষক,অভিভাবক সহ মাদ্রাসা কমিটির সভাপতি ও রানীগঞ্জ মাদ্রাসার শিক্ষক বৃন্দ স্থতিচারন করেন। মাদ্রাসার প্রতিষ্টাতা শিক্ষক হযরত মাওলানা কাজী নজরুল ইসলাম নিজামী স্থতিচারন করে বলেন আনহার যে দিন প্রতিষ্টানে এসে ছিল সে দিন থেকে আমার কাধের বুঝা অনেকটা কমে যায় প্রতিষ্টানের কাজে নতুন দিগন্ত সূচনা হয়।তাহার শ্রমে মাদ্রাসায় নতুন প্রাণ পায়, আনহার আজ আমাদের মাঝে নাই,তাহার শ্রমের কথা আজীবন স্বরন করবে রানীগঞ্জ মাদ্রাসা,তাহার জন্য সকলের কাছে দোয়া চান।