রাবি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান বিভাগের অধ্যাপক একেএম শফিউল ইসলামের হত্যাকারীদের গ্রেফতারের নির্দেশ দিয়েছেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ এডভোকেট। অবিলম্বে তাদের গ্রেফতার করে আইনের অওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেয়ারও আহবান জানিয়েছেন তিনি। মঙ্গলবার বেলা সাড়ে ৩টার দিকে রাজশাহী প্রকৌশলী ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) চতুর্থ সমাবর্তন অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি এ নির্দেশ দেন।
রাষ্ট্রপতি বলেন, ‘উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানের এক জ্ঞানতাপস শিক্ষক এভাবে খুন হবে তা কারোই কাম্য নয়। এ ঘটনায় গোটা জাতির সাথে অমিও গভীরভাবে ব্যথিত এবং দুঃখিত। একই সাথে নিহতের শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি এবং তার আত্মার মাগফেরাত কামনা করছি।’ অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক এর উপাচার্য ড. (প্রকৌশলী) জামিল রেজা চৌধুরী।