Home জাতীয় রামপালে বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করলে সরকার ‘পরিবেশ ধ্বংসকারী’ হিসেবে পরিচিত হবে

রামপালে বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করলে সরকার ‘পরিবেশ ধ্বংসকারী’ হিসেবে পরিচিত হবে

721
0

 

ঢাকা: রামপালে বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করলে বর্তমান সরকার ইতিহাসে পরিবেশ ধ্বংসকারী হিসেবে পরিচিত হবে বলে মন্তব্য করেছেন তেল গ্যাস বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটির সদস্য সচিব অধ্যাপক ড. আনু মোহাম্মদ। বৃহস্পতিবার সন্ধ্যায় জাতীয় প্রেসক্লাবের সামনে গণতান্ত্রিক বাম মোর্চা আয়োজিত সুন্দরবন রক্ষা সংহতি সমাবেশে তিনি এ মন্তব্য করেন।

আনু মোহাম্মদ, আমরা দীর্ঘদিন ধরে রামপালে বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের বিরোধীতা করে আসছি। কিন্তু সরকার কোন গুরুত্ব দিচ্ছে না, রামপালে বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করলে বর্তমান সরকার ইতিহাসে পরিবেশ ধ্বংসকারী হিসেবে পরিচিত হবে। দেশি বিদেশি লুটেরা সুন্দরবনের দিকে শুকুনের দৃষ্টি দিয়েছেন বলেও মন্তব্য করেন তিনি।

দেশের মানুষ আজ নিরাপত্তাহীনতায় ভুগছেন উল্লেখ করে আনু মোহাম্মদ বলেন, গ্রাম ও শহরের মানুষ আজ আতঙ্কে ভুগছেন। মানুষ নিরাপত্তাহীনতায় ভুগলে প্রকৃতিও নিরাপত্তাহীনতায় ভোগে। যেমনিভাবে আজকে নিরাপত্তাহীনতায় ভুগছে সুন্দরবন।

সংগঠনের সমন্বয়ক ওয়ার্কাস পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হকের সভাপতিত্বে সমাবেশে আরো উপস্থিত ছিলেন, সংগঠনের কেন্দ্রীয় নেতা শুভ্রাংশু চক্রবর্তি, মোশারফ হোসেন নান্নু, মোশরেফা মিশু প্রমুখ।

Previous articleকর্মকর্তাদের ফেসবুক ব্যবহারে নির্দেশনা
Next articleবিএনপি কোন ধরনের উগ্রপন্থায় বিশ্বাস করে না: খালেদা জিয়া