ঢাকা: আপিল বিভাগের রায়ের কপি কারাগারে না পৌঁছা পর্য ন্ত জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ কামারুজ্জামানের মৃত্যুদণ্ড কার্যাকর হবে না বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। শনিবার সন্ধ্যায় রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
আনিসুল হক বলেন, আইনের প্রতিটি ধারাবাহিকতা অক্ষুণ্ন রেখে সরকার যুদ্ধাপরাধের বিচার সম্পন্ন করছে। কামারুজ্জামানের বিচারের ক্ষেত্রেও একই ধারা অব্যাহত থাকবে। তিনি বলেন, আপিল বিভাগের দেয়া সংক্ষিপ্ত আদেশের অনুলিপি কারাগারে পৌঁছানোর আগ পর্যন্ত মুহাম্মদ কামারুজ্জামানের মৃত্যুদণ্ড কার্যকর করা হবে না।