ঢাকা: জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মৃত্যুদ-প্রাপ্ত মুহাম্মদ কামারুজ্জামানের আপিলের পূর্ণাঙ্গ রায়ের সার্টিফাইড কপি পেয়েছে আসামীপক্ষ। কামারুজ্জামানের আইনজীবী অ্যাডভোকেট শিশির মো. মনির রায়ের কপি পাবার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আজ বৃহস্পতিবার দুপুরে তারা রায়ের সার্টিফাইড কপি পেয়েছি।
গত ১৮ ফেব্রুয়ারি ৫৭৭ পৃষ্ঠা সম্বলিত কামারুজ্জামানের আপিলের পূর্ণাঙ্গ রায়ের কপি প্রকাশ করেন আপিল বিভাগ। গত বছরের ৩ নভেম্বর তৎকালিন জ্যেষ্ঠ বিচারপতি ও বর্তমান প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বিভাগের বেঞ্চ সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে কামারুজ্জামানের ফাঁসির আদেশ বহাল রেখে চূড়ান্ত রায় ঘোষণা করেন।