Home জাতীয় রায়ে আমরা সন্তুষ্ট- রাষ্ট্রপক্ষ

রায়ে আমরা সন্তুষ্ট- রাষ্ট্রপক্ষ

986
0

ঢাকা: জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মীর কাসেম আলীর মামলার রায়ের পর এক প্রতিক্রিয়ায় প্রসিকিউটর জেয়াদ আল মালুম বলেছেন, এই রায় যথার্থ হয়েছে। আমরা দীর্ঘদিন এ মামলায় পরিশ্রম করে মামলার অভিযোগ প্রমাণ করতে সক্ষম হয়েছি।  মামলার অপর প্রসিকিউটর সুলতান মাহমুদ সিমন বলেন, রায়ে আমরা সন্তুষ্ট। আমরা ন্যায় বিচার পেয়েছি। জাতি কলঙ্কমুক্ত হয়েছে।

Previous articleসত্যের জয় একদিন হবেই: মীর কাসেম আলী
Next articleবিভক্ত রায়, ন্যায় প্রতিষ্ঠা হয়নি- আসামিপক্ষ