ঢাকা: জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মীর কাসেম আলীর মামলার রায়ের পর এক প্রতিক্রিয়ায় প্রসিকিউটর জেয়াদ আল মালুম বলেছেন, এই রায় যথার্থ হয়েছে। আমরা দীর্ঘদিন এ মামলায় পরিশ্রম করে মামলার অভিযোগ প্রমাণ করতে সক্ষম হয়েছি। মামলার অপর প্রসিকিউটর সুলতান মাহমুদ সিমন বলেন, রায়ে আমরা সন্তুষ্ট। আমরা ন্যায় বিচার পেয়েছি। জাতি কলঙ্কমুক্ত হয়েছে।