Home জাতীয় রায় খালেদার বিপক্ষে যাবে বলেই সহিংসতার পথে বিএনপি: হানিফ

রায় খালেদার বিপক্ষে যাবে বলেই সহিংসতার পথে বিএনপি: হানিফ

394
0

Hanif 01
ঢাকা: খালেদা জিয়াকে উদ্দেশ্য করে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ বলেছেন, মামলার রায় বিপক্ষে যাবে বলেই আজ ঢাকায় তান্ডব চালিয়েছে খালেদা জিয়া ও তার দল। কিন্তু আন্দোলনের নামে কোনো সহিংসতাই বরদাস্ত করা হবে না।
বুধবার জনতা ব্যাংকের গণতান্ত্রিক কর্মচারী ইউনিয়নের উদ্যোগে আয়োজিত বিজয় দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, খালেদা জিয়া মামলার সময় নিয়ে কালক্ষেপণ করতে চান। এজন্য মামলার হাজিরা নিয়ে তালবাহানা করেন।

Previous articleএমপি ছবি বিশ্বাসের গাড়িতে হামলা, আগুন
Next articleখালেদা মামলার পরবর্তী তারিখ ৭ই জানুয়ারি