Home অর্থনীতি রিজার্ভ চুরির মামলায় প্রতিবেদন ১৯ এপ্রিল

রিজার্ভ চুরির মামলায় প্রতিবেদন ১৯ এপ্রিল

490
0

ঢাকা: রিজার্ভের অর্থ চুরির ঘটনায় দায়েরকৃত মামলায় প্রতিবেদন জমা দিতে আগামী ১৯ এপ্রিল দিন ধার্য করেছেন আদালত। বুধবার ঢাকার মুখ্য মহানগর হাকিম মাহবুবুর রহমান এই দিন নির্ধারণ করেন। পুলিশের সাধারণ নিবন্ধন কর্মকর্তা এসআই জালাল আহমেদ এসব তথ্য জানিয়েছেন। যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভে থাকা বাংলাদেশের অর্থ ‘হ্যাকিংয়ের’ মাধ্যমে চুরি হয়। এ ঘটনায় মূদ্রা পাচার এবং তথ্য প্রযুক্তি আইনে রাজধানীর বুধবার মতিঝিল থানায় মামলা করে পুলিশ।
চুরির জন্য হ্যাকারদের দায়ী করা হলেও মামলায় কোনো আসামরি নাম উল্লেখ করা হয়নি। মামলাটি তদন্তের জন্য সিআইডিকে দায়িত্ব দেয়া হয়েছে। গত ফেব্রুয়ারি মাসের শুরুতে হ্যাকিংয়ের মাধ্যমে বাংলাদেশ ব্যাংকের ১০ কোটি ডলার চুরির ঘটনা ঘটে। ওই মাসের শেষের দিকে ফিলিপাইনের সংবাদপত্র ইনকোয়ারার-এ ওই প্রকাশিত হয়। এর পরই বিষয়টি প্রকাশ পায়।

Previous articleপ্রতি জেলায় একটি করে মেডিকেল কলেজ স্থাপনের পরিকল্পনা রয়েছে: শেখ হাসিনা
Next articleঅর্থমন্ত্রীও সন্দেহের ঊর্ধ্বে নয়: সুরঞ্জিত সেনগুপ্ত