Home জাতীয় রিভিউর সুযোগ নেই, কার্যকর সরকারের সিদ্ধান্তে- রাষ্ট্রপক্ষ

রিভিউর সুযোগ নেই, কার্যকর সরকারের সিদ্ধান্তে- রাষ্ট্রপক্ষ

496
0

83051_mahbub a alamঢাকা: জামায়াত নেতা মুহাম্মাদ কামারুজ্জামানের রায়ের বিরুদ্ধে রিভিউ’র সুযোগ নেই বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। নিজ কার্যালয়ে এক ব্রিফিংএ তিনি বলেন, আপিল বিভাগের এই রায়ের বিরুদ্ধে রিভিউ আবেদনের সুযোগ নেই। কারণ বিশেষ আইনে এ বিচার করা হয়েছে। এ আইনে রিভিউর কোনো ব্যবস্থা রাখা হয়নি।
রায় কখন কার্যকর করা হবে এই প্রশ্নের জবাবে তিনি বলেন- এই মূহূর্তে তা বলা যাবে না। এটি সরকার ও জেল কর্তৃপক্ষের বিষয়। সরকারের সিদ্ধান্ত ও আদালতের লিখিত আদেশ পাওয়া সাপেক্ষে কারা কর্তৃপক্ষ প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করে রায় কার্যকরে ব্যবস্থা নেবে।
তিনি বলেন, আদালত এখন সংক্ষিপ্ত না পূর্ণাঙ্গ লিখিত আদেশ কারাকর্তৃপক্ষের কাছে পাঠায় তা দেখার বিষয়। অ্যাটর্নি জেনারেল বলেন- আমরা এই রায়ে সন্তুষ্ট হয়েছি। সোহাগপুরের বিধবারা এতে স্বস্তি পেয়েছে। যারা এই রায় নিয়ে হরতাল ডাকছে তারা আদালত অবমাননা করছে। এটা চরম ধৃষ্টতা।

Previous articleবিভক্ত রায়, ন্যায় প্রতিষ্ঠা হয়নি- আসামিপক্ষ
Next articleবুধবার ৬টা থেকে ৪৮ ঘণ্টার হরতাল দিয়েছে জামায়াত