কুমিল্লা: ৬৭ বছর বয়সে প্রথম বিয়ে করতে যাওয়া রেলমন্ত্রী মুজিবুল হকের গায়ে হলুদ অনুষ্ঠান চলছে। রাজধানীর ফামগেটস্থ কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে এ অনুষ্ঠান চলছে। মন্ত্রী মুজিবুল হক ও কনে হনুফা আক্তার রিক্তা (৩০) হাত রাঙানো হচ্ছে মেহেদির রঙে। শুভেচ্ছা জানাতে সমবেত হয়েছেন পরিবারের সদস্য, ঘনিষ্ঠ বন্ধুসহ অনেকেই। গায়ে হলুদের অনুষ্ঠান থেকে মন্ত্রী গণমাধ্যমকর্মীদের মাধ্যমে দেশবাসীর কাছে দোয়া চান। যেনো তাদের দাম্পত্যজীবন সুখের হয়। একইভাবে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি সব রীতি-নীতি মেনে বিয়ে করতে যাচ্ছি। বয়স কতোতে বিয়ে করছি সেটা বিষয় নয়, এই বয়সে বিয়ে করতে আমি দ্বিগুণ উৎসাহ বোধ করছি। আমাকে সবাই শুভেচ্ছা জানাচ্ছেন, উৎসাহ দিচ্ছেন।
শুক্রবার কুমিল্লায় কনের বাড়িতে এ বিয়ে সম্পন্ন হবে। এদিন চান্দিনা উপজেলার গল্লাই ইউনিয়নের প্রত্যন্ত এলাকা মীরাখলা গ্রামের মুন্সি বাড়িতে বরবেশে যাবেন রেলমন্ত্রী মুজিবুল হক। ১৪ নভেম্বর সন্ধ্যায় জাতীয় সংসদ ভবনের ২ নম্বর এলইডি হলে অনুষ্ঠিত হবে বিবাহউত্তোর সংবর্ধনা। এতে মন্ত্রী-এমপিসহ সাড়ে তিন হাজার অতিথিকে আমন্ত্রণ জানানো হয়েছে। প্রধানমন্ত্রী, বিরোধীদলীয় নেতা, জাতীয় সংসদের স্পিকার ও রাজনৈতিক দলের নেতারা শরিক হবেন বিয়েতে।