Home শিক্ষা রোয়ানু’র কারণে পেছালো এইচএসসি ও সমমানের পরীক্ষা; রবিবারের পরীক্ষা ২৭ মে শুক্রবার

রোয়ানু’র কারণে পেছালো এইচএসসি ও সমমানের পরীক্ষা; রবিবারের পরীক্ষা ২৭ মে শুক্রবার

475
0
stu

ঢাকা: ঘূর্ণিঝড় রোয়ানু’র প্রভাবে দেশের উপকূলীয় এলাকা ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে রোববার (২২ মে) অনুষ্ঠেয় উচ্চ মাধ্যমিক (এইচএসসি) ও সমমানের পরীক্ষা পিছিয়ে দেওয়া হয়েছে। সাধারণ ৮টি ও কারিগরি বোর্ডের অধীনে ওইদিনের পরীক্ষা আগামী ২৭ মে (শুক্রবার) হবে। আর ২৪ মে অনুষ্ঠিত হবে মাদ্রাসা বোর্ডের পরীক্ষা। শনিবার (২১মে) ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মাহবুবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, রোববারের পরীক্ষা ২৭ মে শুক্রবার অনুষ্ঠিত হবে। সাধারণ আটটি ও কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে ওইদিন সকাল ৯টা থেকে ১২টা এবং আড়াইটা থেকে সাড়ে ৫টা পর্যন্ত এসব পরীক্ষা অনুষ্ঠিত হবে। ‘আর রোববার অনুষ্ঠেয় মাদ্রাসা বোর্ডের পরীক্ষা ২৪ মে দুপুর ২টা থেকে ৫টায় অনুষ্ঠিত হবে।’ শনিবার বিকেলে ক্রমশ দুর্বল হয়ে বাংলাদেশের উপকূল অতিক্রম করছে ঘূর্ণিঝড় রোয়ানু।

Previous articleদুর্যোগ মোকাবেলায় সরকার প্রস্তুত: মায়া
Next articleনা.গঞ্জে ছাত্রীকে ধর্ষণে চেষ্টার অভিযোগে শিক্ষক আটক