Home আঞ্চলিক লক্ষ্মীপুরে সিএনজি-ক্যার্ভাড ভ্যানের সংঘর্ষে নিহত ১

লক্ষ্মীপুরে সিএনজি-ক্যার্ভাড ভ্যানের সংঘর্ষে নিহত ১

784
0

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুর-ঢাকা মহাসড়কের কবিরবাড়ি নামক এলাকায় সিএনজি অটোরিক্সা ও ক্যার্ভাড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে সিএনজি চালক ফিরোজ আলম নিহত হয়েছে। এসময় সিএনজির আরো এক যাত্রী আহত হয়। ঘটনাটি ঘটেছে আজ সোমবার ভোররাতে। নিহত ফিরোজ আলম লক্ষ্মীপুর সদর উপজেলার মাহাদেবপুর গ্রামের আলমগীর হোসেনের ছেলে।
পুলিশ জানায়, পশ্চিম লক্ষ্মীপুর থেকে ভোররাতে সিএনিজ স্টেশনে গ্যাস নিতে যাচ্ছিল ফিরোজ আলম। সিএনজি অটোরিক্সাটি সিএনজি স্টেশনের কাছাকাছি কবিরবাড়ি এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা ক্যার্ভাড ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় সিএনজি চালকসহ দুইজন গুরুতর আহত হয়। আহতদের উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে নেয়ার পথে ফিরোজ আলম মারা যায়। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ। এদিকে রায়পুর বাজার থেকে ক্যার্ভাড ভ্যান ও চালককে আটক করেছে পুলিশ। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবদুল্লাহ আল মামুন ভূইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Previous articleজঙ্গিবাদ ও সন্ত্রাস দমনে সশস্ত্র বাহিনী ভূমিকা রাখছে: প্রধানমন্ত্রী
Next articleখালেদা জিয়ার ইসি সংস্কার প্রস্তাব অযৌক্তিক ও অসাংবিধানিক: তথ্যমন্ত্রী