নিউজ ডেস্ক: মৌলভীবাজারে ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতাল চত্বরে দুই দিনব্যাপী স্বাস্থ্যমেলার উদ্বোধন অনুষ্ঠানে সমাজকল্যাণ মন্ত্রী বলেছেন, নার্সদের নার্সের মতো হতে হবে। বেশি লজ্জাশীলতা ও ধর্মের কথা চিন্তা করলে এ পেশায় আসা উচিত নয়। মন্ত্রী বলেন, মৌলভীবাজার নার্সিং ট্রেনিং ইনস্টিটিউটকে নার্সিং কলেজে রূপান্তর করা হবে। আমাদের নার্সরা ভালো ইংরেজি ও আরবি না জানার কারণে বিদেশে চাকরি করতে পারছে না।
তিনি নার্সদের লেখাপড়ার পাশাপাশি বিদেশী ভাষা শেখার আহ্বান জানান। মন্ত্রী আরো বলেন, নার্সদের নার্সের মতো হতে হবে, বেশি লজ্জাশীলতা ও ধর্মের কথা চিন্তা করলে এ পেশায় আসা উচিত নয়। দুই দিনব্যাপী স্বাস্থ্যমেলার উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ২৫০ শয্যা হাসপাতালের উপপরিচালক ডা: হরিপদ রায়। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক মো: কামরুল হাসান, পুলিশ সুপার মো: তোফায়েল আহমদ, ভারপ্রাপ্ত সিভিল সার্জন হেমন্তকুমার দাস, জেলা স্বাস্থ্যসেবা গ্রহীতা ফোরামের সভাপতি রাশিদা খাঁন প্রমুখ।