ঢাকা: অবশেষে আওয়ামী লীগ ও মন্ত্রিসভা থেকে বহিষ্কৃত সংসদ সদস্য আব্দুল লতিফ সিদ্দিকী পুলিশের কাছে ধরা দিলেন। মঙ্গলবার দুপুর দেড়টার দিকে রাজধানীর ধানমণ্ডি থানায় গিয়ে তিনি আত্মসমর্পণ করেন।
ধানমণ্ডি থানার ওসি আবু বকর সিদ্দিক জানান, লতিফ সিদ্দিকী নিজে থানায় এসে আত্মসমর্পণ করেন।
এই বিষয়ে পরে আরও বিস্তারিত জাননো হবে বলে তিনি জানান।
উল্লেখ্য, নিউ ইয়র্কের এক সভায় পবিত্র হজ, মহানবী (সা.) ও তাবলিক জামাত নিয়ে বিতর্কিত মন্তব্য করেন আব্দুল লতিফ সিদ্দিকী। এরপর দেশে তার গ্রেপ্তার দাবি জোরাল হলে মন্ত্রিত্ব ও আওয়ামী লীগের প্রাথমিক সদস্য পদ থেকে বহিষ্কৃত হন তিনি। এরপর দেশের বিভিন্ন স্থানে লতিফ সিদ্দিকীর বিরুদ্ধে অন্তত ২২টি মামলা হয়। বেশ কয়েকটি মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে অদালত। পরোয়ানা মাথায় নিয়ে রবিবার রাতে দেশে ফেরেন আব্দুল লতিফ সিদ্দিকী।