Home রাজনীতি লন্ডনের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী

লন্ডনের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী

577
0

ঢাকা: লন্ডনের উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।  প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের বহন করা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ভিভিআইপি ফ্লাইট শুক্রবার (১৯ জুলাই) সকাল ৯টার দিকে লন্ডনের উদ্দেশে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যায়।

ফ্লাইটটি লন্ডন স্থানীয় সময় শুক্রবার (১৯ জুলাই) বিকাল ৩টা ৫৫ মিনিটে হিথরো আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে।
প্রধানমন্ত্রীর প্রেসসচিব ইহসানুল করিম বলেন, সফরকালে প্রধানমন্ত্রী ২০ জুলাই লন্ডনে আয়োজিত ইউরোপের দেশগুলোতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতদের একটি সম্মেলনে যোগ দেবেন।
প্রেসসচিব বলেন, প্রধানমন্ত্রী বাংলাদেশি ডাক্তারদের পরামর্শ অনুযায়ী লন্ডনে চোখের চিকিৎসাও গ্রহণ করবেন। প্রধানমন্ত্রী আগামী ৫ আগস্ট দেশে ফিরবেন বলে আশা করা হচ্ছে।
Previous articleমেসেঞ্জারে আসছে নতুন পাঁচ ফিচার
Next articleরাজধানীতে ট্রেনের ধাক্কায় এক ব্যক্তির মৃত্যু