Home খেলাধুলা লা লিগায় লিওনেল মেসির ‘শেষের শুরু’

লা লিগায় লিওনেল মেসির ‘শেষের শুরু’

750
0

এই মৌসুমে তাকে পাওয়ার কথাও অনেকে ভাবেনি। অনেক দিনের জমানো ক্ষোভ এতটা ওজনদার হয়েছিল, শেষ পর্যন্ত বুরোফ্যাক্সের বার্তায় বলে দেন চলে যাচ্ছি। টানা দশ দিন ধরে চলে নানা যুক্তিতর্ক। একদিকে বার্সা, অন্যদিকে মেসি। শুধু বার্সা বললেও ভুল হবে, খোদ লা লিগাও নেমে পড়ে মাঠে, কীভাবে লিওনেল মেসিকে আটকানো যায়, খুঁজতে থাকে সেই উপায়। শেষ পর্যন্ত তারাই জিতেছে।

তবে জয়টা যে মেসির ইচ্ছার বিরুদ্ধে ছিল, সেটাও প্রমাণ হয়। খেলাধুলা বিষয়ক জনপ্রিয় ওয়েবসাইট ‘গোল’কে একান্ত সাক্ষাৎকারে বার্সা কর্তাদের নিয়ে অনেক কথাই বলেন আর্জেন্টাইন তারকা। যদিও যে ক্লাব দিয়ে তার এতদূর আসা, সেই ক্লাবকে রাখেন শ্রদ্ধার আসনেই। এতকিছুর পরও বার্সার প্রতি দেখাননি তিনি বিন্দুমাত্র ঘৃণা। উল্টো বলেছিলেন, ভালোবাসেন বলেই আদালতে বার্সাকে দাঁড় করাতে চাননি। সবশেষে থেকে যাওয়ার সিদ্ধান্ত। তবে এই থাকাই কি শেষ, নাকি হবে আরও লম্বা। আজ থেকে শুরু হওয়া লা লিগার নতুন মৌসুম যেন তেমনি একটা প্রশ্নের অবতারণা করল।

Previous articleশিক্ষাব্যবস্থার আমূল পরিবর্তনের এখনই সময়
Next articleআ’লীগ তাসের ঘর নয় যে, টোকা লাগলেই পড়ে যাবে : সেতুমন্ত্রী