Home রাজনীতি লেভেল প্লেইং ফিল্ড তৈরির দায়িত্ব সরকারের নয়: আমু

লেভেল প্লেইং ফিল্ড তৈরির দায়িত্ব সরকারের নয়: আমু

401
0

Amu 02
ঢাকা: শিল্প মন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, সিটি করপোরেশন নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড তৈরির দায়িত্ব নির্বাচন কমিশনের, সরকারের নয়। কারণ হিসেবে তিনি বলেন, তাদের পার্টি থেকেও নির্বাচনে অংশ গ্রহণ করছেন। শুক্রবার মুজিবনগর দিবস উপলক্ষে এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
তিনি আরও বলেন, যদি কেউ পেট্রলবোমা বা নৈরাজ্যের সঙ্গে জড়িত থেকে আত্মগোপনে থাকে, তারা বেরিয়ে আসলে পুলিশ তাদেরও গ্রেফতার করবে।
শুক্রবার সকাল সাড়ে ১০ টার দিকে মুজিব নগরে স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে দ্বিতীয় পর্বের অনুষ্ঠন শুরু হয়। এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় সরকার, পল্লি উন্নয়ন ও সমবায় মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম, স্বাস্থ্য ও পরিবারকল্যান মন্ত্রী মোহাম্মদ নাসিম, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব-উল আলম হানিফ, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী. আ.ক.ম. মোজাম্মেল হকসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ। অতিথিদের গার্ড অব অনার প্রদান করে বিজিবি, পুলিশ, আনছার ও ভিডিবি। পরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরা কুচকাওয়াজ প্রদর্শন করে।

Previous articleরাজশাহীতে বাসচাপায় নিহত ২
Next article২০ দলীয় জোট সমর্থিত প্রার্থীদের প্রতি ভয়ঙ্কর বৈষম্য হচ্ছে