Home জাতীয় শমসের মবিনের অবসরে বিএনপিতে প্রভাব পড়বে না: মির্জা ফখরুল

শমসের মবিনের অবসরে বিএনপিতে প্রভাব পড়বে না: মির্জা ফখরুল

278
0

স্টাফ রিপোর্টার: রাজনীতি থেকে শমসের মবিন চৌধুরীর অবসরে যাওয়ায় বিএনপিতে এর কোন প্রভাব পড়বে না বলে জানিয়েছেন দলটির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, শমসের মবিন পদত্যাগ করেননি। তিনি রাজনীতি থেকে অবসরে গেছেন। তার চলে যাওয়ায় বিএনপির কোন ক্ষতি হবে না। কারণ বিএনপিতে অনেক পেশাদার কূটনীতিক আছেন। শুক্রবার দুপুরে সিলেটে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। একদিনের ব্যক্তিগত সফরে তিনি সিলেট অবস্থান করছেন। শমসের মবিন চৌধুরীর পদত্যাগপত্র পাওয়ার কথা জানিয়ে তিনি বলেন, চেয়ারপারসনকে এ বিষয়ে জানানো হয়েছে। বিএনপি ভাঙার গুঞ্জনের বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, তা বাস্তব নয়, অমূলক।

দুই বিদেশী হত্যার ঘটনার নিন্দা জানিয়ে মির্জা ফখরুল বলেন, এসব ঘটনার আমরা নিন্দা জানাই। এমন ঘটনা যাতে আর না ঘটে এজন্য জাতীয় ঐক্য গঠন করা দরকার। তিনি বলেন, তদন্তের আগেই বিএনপির বিরুদ্ধে অভিযোগ তোলা হচ্ছে। এমন অভিযোগ বাস্তব নয়। রাজনৈতিকভাবে বিএনপিকে হেয় করতে এসব বলা হচ্ছে। স্ত্রীসহ একদিনের ব্যক্তিগত সফরে আসা মির্জা ফখরুল হযরত শাহজালাল ও শাহ পরান র. এর মাজার জিয়ারত করেন। পরে হোটেল হলিসাইটে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। এসময় বিএনপির স্থানীয় নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।

Previous articleঅভ্যন্তরীণ কলহের কারণেই শমসের মবিনের পদত্যাগ: সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী
Next articleখালেদার ভুল নীতির কারণেই বিএনপিতে ভাঙন শুরু হয়েছে: হানিফ