Home Uncategorized শরীরজুড়ে ঘুরেছে অচেনা হাতের নোংরা ছোঁয়া: শেহনাজ

শরীরজুড়ে ঘুরেছে অচেনা হাতের নোংরা ছোঁয়া: শেহনাজ

895
0

Sehnaz
নিউজ ডেস্ক: এম-টিভি মোস্ট ওয়ান্টেডের বদৌলতে টিভির ছোট পর্দায় তাঁর মুখ বেশ জনপ্রিয়। ইকস ভিকসসহ ডেলহি বেলি ছবির অন্যতম অভিনেত্রী শেহনাজ ট্রেজারিওয়াল। বলিউডের এই গ্ল্যামারাস কুইন জানালেন তাঁর ছোট থেকে বড় হয়ে ওঠার তিক্ত অভিজ্ঞতার কথা। সম্প্রতি দিল্লীতে উবের ট্যাক্সির ঘটনার পর তিনি চিঠি লিখে পাঠালেন দেশের কয়েকজন জনপ্রিয় ও ক্ষমতাশালী পুরুষদের। তাঁরা হলেন মোদি, বলিউডের তিন খান সালমান-শাহরুখ-আমির শচীন টেন্ডুলকার ও অনিল আম্বানিকে। এই খোলা চিঠিতে তিনি লিখেছেন কিশোরী অবস্থায় পাবলিক ট্রান্সপোর্টে ভিড়ে ঠাসা বাজারে তাঁর সঙ্গে নিয়মিত ঘটে চলা যৌন হেনস্থার কাহিনী। এই সময় তাঁর দেহের প্রায় সর্বত্রই হাতরে বেরিয়েছে অচেনা নোংরা ছোঁয়া। তিনি আরও লিখেছেন এই অভিজ্ঞতা শুধু আমার একার নয় প্রত্যেকটি মধ্যবিত্ত মেয়ের। যারা প্রতি নিয়মিত যাতায়াত করেন বাসে ট্রেনে। তিনি বলেছেন এই আতঙ্ক এই দু:স্বপ্ন মেয়েদের লজ্জা নয় গোটা পুরুষ জাতির লজ্জা। তাই এই চিঠির মাধ্যমে সমস্ত মেয়ের জাতির নিরাপত্তা নিশ্চিত করতে তিনি দাবি করেছে ধর্ষণকারীদের মৃত্যুদণ্ডের।

Previous articleনা.গঞ্জে জনসভা নিয়ে কূটকৌশলের আশ্রয় নিয়েছে সরকার: রিজভী
Next articleকাঁচপুরে খালেদা জিয়ার জনসভা শনিবার