Home অর্থনীতি শর্ত পূরণ হলেই জিএসপি ফিরে পেতে পারে বাংলাদেশ

শর্ত পূরণ হলেই জিএসপি ফিরে পেতে পারে বাংলাদেশ

920
0

ঢাকা: মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজিনা বলেছেন, বাংলাদেশের জিএসপি সুবিধা ফিরে পাওয়া নির্ভর করছে কারখানার কর্ম পরিবশে, শ্রমিকদের ট্রেড ইউনিয়ন করার অধিকার, ত্রুটিপূর্ণ গার্মেন্টগুলো সংস্কার করার উপর। এসব শর্ত পূরণ হলেই বাংলাদেশ জিএসপি সুবিধা ফিরে পেতে পারে। আজ দুপুরে জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত ‘ইউএস বাংলাদেশ ট্রেড দ্যা ওয়ে ফরওয়ার্ড’ শীর্ষক সেমিনারে তিনি এসব কথা বলেন। অর্থনৈতিক রির্পোটার্স ফোরাম আয়োজিত এই সেমিনারে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি সুলতান মাহমুদ ও পরিচালনা করেন সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান। অনুষ্ঠানে মজিনা বলেন, বাংলাদেশ-আমেরিকার অর্থনৈতিক সম্পর্ক ক্রমবর্ধমান হারে বাড়ছে। রপ্তানিতে বাংলাদেশের জন্য আমেরিকার একটি বৃহত্তম মার্কেট। বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক এই অর্থনেতিক সম্পর্ককে আমেরিকা আরও সমৃদ্ধ দেখতে চায়।

Previous articleনাইজেরিয়ার স্কুলে বোমা হামলায় নিহত ৪৭
Next articleবাকশালের ন্যায় অবৈধ সরকারকে মোকাবেলা করতে হবে- প্রধান