Home আইন শহীদ মিনারের পাশে কবর ঘিরে গড়ে ওঠা স্থাপনা ভাঙ‍ার নির্দেশ

শহীদ মিনারের পাশে কবর ঘিরে গড়ে ওঠা স্থাপনা ভাঙ‍ার নির্দেশ

465
0

ঢাকা: কেন্দ্রীয় শহীদ মিনারের পাশে একটি কবরের আশপাশে অবৈধভাবে গড়ে ওঠা স্থাপনা ৭২ ঘণ্টার মধ্যে ভেঙে ফেলার নির্দেশ দিয়েছে হাই কোর্ট।  এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে ২০১২ সালে দেওয়া রুলের ওপর চূড়ান্ত শুনানি শেষে বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমানের হাই কোর্ট বেঞ্চ বৃহস্পতিবার এই রায় দেয়।

রায়ের অনুলিপি পাওয়ার ৭২ ঘণ্টার মধ্যে অবৈধ স্থাপনা সরাতে বলা হয়েছে আদালতের রায়ে। তবে কবরটি ঠিক রাখতে বলা হয়েছে।

২০১২ সালের ২০ ফেব্রুয়ারি ‘বেড়ে উঠছে কথিত মাজার/হুমকিতে শহীদ মিনার’ শিরোনামে একটি পত্রিকায় প্রকাশিত  প্রতিবেদন যুক্ত করে ইতিহাসবিদ অধ্যাপক মুনতাসীর মামুন ওই বছরের ২২ ফেব্রুয়ারি হাই কোর্টে এই রিট আবেদন করেন।

Previous articleজগন্নাথপুরে দুই দফা হামলায় মাদ্রাসা ছাত্রীসহ আহত ৪
Next articleসুপ্রিম কোর্ট বারের সভাপতি ইউসুফ, সম্পাদক খোকন