শাবিতে ছাত্রলীগের বন্দুকযুদ্ধের ঘটনায় আটক ১৭

0
490

sylhet pic 0000_44854সিলেট: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষে বন্দুকযুদ্ধে একজন নিহত হওয়ার ঘটনায় ১৭ জনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত থেকে আজ শুক্রবার সকাল পর্যন্ত শহরের বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতদের মধ্যে দুজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন অনিক ও খোকন।
এছাড়া নগরীর মদিনা মার্কেট এলাকায় মহানগর ছাত্রলীগের এক নেতার বাসায় অভিযান চালিয়ে চারটি গুলিসহ একটি রিভলবার এবং বেশ কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
ক্যাম্পাসের নিয়ন্ত্রণ ও হল দখলকে কেন্দ্র করে বৃহস্পতিবার সকালে বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। এতে এক বহিরাগত ছাত্রলীগ নেতা হন। সংঘর্ষের পর কর্তৃপক্ষ অনির্দিষ্টকালের জন্য বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়।