শাবিপ্রবি কেম্পাসে অশালীন কাজে সহায়তার দায়ে মার খেল ছাত্রদলকর্মী

0
733

শাবিপ্রবি: কেম্পাসে অশালীন কাজে সহায়তার দায়ে মার খেল ছাত্রদলকর্মী। শাবিপ্রবি কেম্পাসের প্রাণকেন্দ্র শহীদ মিনারে বাইরের ছেলেমেয়েরা অশালীন কাজে লিপ্ত হলে সাধারণ শিক্ষার্থীরা এর প্রতিবাদ করে।এর রেশ ধরে পরবর্তীতে দিপু নামক ছাত্রদল নেতা ইউসি বিল্ডিং এ গিয়ে একজন সাধারণ শিক্ষার্থীকে কর্লার ধরে টেনে নিয়ে আসার সময় সাধারণ শিক্ষার্থীরা তাকে মারধর করে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মুন্সী নাসের ইবনে আফজাল বলেন, একটা ঝামেলা হয়েছে বলে শুনেছি। তবে ক্যাম্পাসের বাইরে থাকায় আমি বিস্তারিত বলতে পারবো না। আমি খোঁজখবর নিচ্ছি।