শাবি: সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) স্নাতক ২০১৫-১৬ শিক্ষাবর্ষের প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আগামী ১৪ নভেম্বর অনুষ্টিত হবে। ওই দিন সকাল সাড়ে ৯টায় ‘এ’ ইউনিট এবং দুপুর আড়াইটায় ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ১৩ অক্টোবর থেকে শুরু হওয়া আবেদন প্রক্রিয়া শেষ হয়েছে শুক্রবার রাত ১২টায়।
এবার মোট আবেদন করেছেন ৪১,২৮৫ শিক্ষার্থী। এ’ ইউনিটে ১৫,৯৬৭ জন এবং ‘বি’ ইউনিটে ২৫,৩১৮ জন ভর্তি পরীক্ষার আবেদন করেছেন।
‘এ’ ইউনিটের মোট আসন ৬১৩টি। প্রতি আসনের বিপরীতে লড়বেন ২৬ জন। ‘বি’ ইউনিটের মোট আসন ৮৩৫টি। প্রতি আসনের বিপরীতে লড়বেন ৩০ শিক্ষার্থী।
ভর্তি পরিচালনা কমিটির সভাপতি প্রফেসর ড. নারায়ণ সাহা শনিবার এসব তথ্য নিশ্চিত করেন। এছাড়া ভর্তি বিষয়ক বিস্তারিত তথ্য জানা যাবে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.sust.edu) থেকে।